শৈলকুপায় দুদল গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ২০
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/29/photo-1454059423.jpg)
জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহের শৈলকুপায় দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পাঁচ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার চর আউশিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ছয়জনকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, চর আউশিয়া গ্রামে সিরাজ আলীর দলের সঙ্গে মক্কেল হোসেনের দলের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকাল ৮টার দিকে সিরাজ গ্রুপের লোকজন জমি দখল করতে গেলে মক্কেল গ্রুপ বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্র, ঢাল, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে সংঘর্ষে লিপ্ত ব্যক্তিরা ইটপাটকেল ছুড়তে থাকে। এতে উপপরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া এ সংঘর্ষে তিন নারীসহ অন্তত ১৫ জন আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ছুড়ে গ্রামবাসীকে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।