মুন্সীগঞ্জে শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ ব্যাংক
মুন্সীগঞ্জ সদর উপজেলার বড় কাজীবাড়িতে আজ শনিবার দুই হাজার হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করে বাংলাদেশ ব্যাংক। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জে দুই হাজার হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ শনিবার দুপুরে সদর উপজেলার বড় কাজীবাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান। আলহাজ মহসিন ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শামীমা হাবিব, দিদার ভূঁইয়া, শাহরিয়ার হাসান পুটু, নুরুজ্জামান সেন্টু, আল মামুন প্রমুখ।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ