ভাটারায় স্বর্ণের দোকানে ডাকাতি, ‘আতঙ্কে’ নারী নিহত
ডাকাতির পর স্বর্ণের দোকানের সামনে উৎসুক লোকজন। ছবি : এনটিভি
রাজধানীর ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় এক নারী মারা গেছেন। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম জোহরা খাতুন। প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজন জানান, লুটপাট করে পালানোর সময় ডাকাতরা বোমার বিস্ফোরণ ঘটালে দোকানের ওপরের ফ্ল্যাটে বসবাসকারী ওই নারী আতঙ্কে মারা গেছেন।
তবে ভাটারা থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) নজরুল বলেন, কী কারণে জোহরার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত নয় পুলিশ। তবে এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।
পুলিশ জানিয়েছে, শনিবার রাত ৮টার দিকে ক্রেতা সেজে কয়েকজন যুবক কুড়িলের কুড়াতলা বাজারে নিউ আইকে জুয়েলার্স নামে একটি দোকানে ঢোকে। অস্ত্রের মুখে জিম্মি করে তারা অন্তত ৩০-৪০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে ওই দোকানের মালিক জানান।
এসআই বাবুল ডাকাতি ও মৃত্যুর ঘটনাটি তদন্ত করছেন।

নিজস্ব প্রতিবেদন