শ্রীনগরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের কেয়াটখালীতে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ে। নিহতদের লাশও সেখানে রয়েছে।
হাসাঢ়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসান জানান, আজ দুপুর ১২টার দিকে একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ