বাগেরহাটে উপকূলীয় জেলেদের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ
বাগেরহাটে উপকূলীয় জেলেদের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্র মিলনায়তনে সাগরের মাছ ধরার কাজে নিয়োজিত জেলেদের মধ্যে এই জ্যাকেট বিতরণ করেন বাগেরহাট জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খান কামাল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে লাইফ জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের কমান্ডার এ টি এম রেজাউল হাসান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রাকিবুল ইসলাম, ট্রপিক্যাল ডলফিন রিসার্চ ফাউন্ডেশনের আবাসিক প্রতিনিধি মো. মাহামুদুর রহমান ও জেলে প্রতিনিধি মো. আক্কাস আলী।
গভীর সমুদ্রে জেলেদের ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে জীবন বাঁচাতে ট্রপিক্যাল ডলফিন রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর সাগরে মৎস্য আহরণকারী ২৭টি মাছধরা ট্রলারের ৪০০ জেলের মধ্যে এ জ্যাকেট বিতরণ করা হয়।

রবিউল ইসলাম, বাগেরহাট