কাজ করবে না, তাই শিশুশ্রমিককে পিটিয়ে হাসপাতালে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/02/photo-1454420322.jpg)
ঝিনাইদহ শহরের শিশু টুটুল (১২) কাজ করত শহরের হামদহ বাসস্ট্যান্ড এলাকার মেসার্স ফকরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। গতকাল সোমবার রাতে টুটুল ওয়ার্কশপের মালিক মিজানুর রহমানকে জানিয়ে দেয়, সে আর কাজ করবে না। এটাই ছিল টুটুলের অপরাধ! মিজানের পিটুনিতে শিশু টুটুল এখন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা আহত শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে। শিশু টুটুল সদর উপজেলার বদনপুর গ্রামের আকবর আলীর ছেলে। এ ঘটনায় টুটুলের বাবা আকবর আলী সদর থানায় মামলা করেছেন।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, সোমবার কাজ শেষ করে রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি ফেরার সময় আজ মঙ্গলবার থেকে কাজ করবে না বলে মালিককে জানায় টুটুল। এতে ক্ষিপ্ত হয়ে দোকান মালিক মিজানুর শিশু টুটুলকে মারধর করেন। একপর্যায়ে টুটুল দৌড়ে গিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় স্থানীয় বাসিন্দারা টুটুলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন টুটুল জানায়, মিজানুর তাকে লাঠি দিয়ে অনেক মারধর করেছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানিয়েছেন, আজ মঙ্গলবার অপরাহ্নে শিশুটি চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে। ঘটনার পর থেকে মিজানুর পলাতক বলে জানান তিনি।