সংখ্যালঘু কমিশন গঠনের দাবি
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। ছবি : এনটিভি
বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, ধর্ষণ ও ভূমি দখলের প্রতিবাদে এবং সংখ্যালঘু কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঢাকার সূত্রাপুর, সিলেট, হবিগঞ্জ, যশোর, পিরোজপুর, ধামরাই, বরিশাল, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর নির্যাতন অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।
সংখ্যালঘু কমিশন গঠনের দাবি করে সংগঠনের মহাসচিব আনন্দ কুমার বিশ্বাস বলেন, ‘হিন্দুরা প্রতিনিয়ত সাম্প্রদায়িক ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন। হিন্দু সম্প্রদায়ের নারীদের ধর্ষণ, ঘরবাড়ি, মঠ-মন্দির ও প্রতিমা ভাঙচুরের কারণে এ দেশে আশঙ্কাজনক হারে কম যাচ্ছে হিন্দুদের সংখ্যা। এসবের বিচার না হলে আগামীতে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তাঁরা।’

নিজস্ব প্রতিবেদক