খাগড়াছড়িতে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/06/photo-1454726206.jpg)
খাগড়াছড়ির গুইমারা উপজেলার পরশুরামঘাট এলাকা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই এলাকার গভীর জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। লাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁকে জবাই করে হত্যা করা হয়েছে।’
অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
এদিকে জেলার পানছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রমি সুলতানা (৫) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে দুর্ঘটনা ঘটে।
প্রমি উপজেলার ব্রিকফিল্ড এলাকার সুলতান আহাম্মদ ও আয়েশা বেগমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পানছড়ি বাজারগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু প্রমি সুলতানাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেদ তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর কথা বলেন। পরে খাগড়াছড়ি নেওয়ার পথে মৃত্যু হয় প্রমির।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার বলেন, অটোরিকশাটি আটক করা হয়েছে।