পুলিশ খারাপ কাজ করলে মামলা-জেল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/06/photo-1454746188.jpg)
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) শেখ হিমায়েত হোসেন বলেছেন, ‘পুলিশের ভালো কাজের খবর সাধারণ মানুষের মাঝে আস্থা বৃদ্ধি করবে। আর খারাপ কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, মামলা হবে, জেল হাজতেও পাঠানো হবে।’
আজ শনিবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ জেলা সিআইডি ক্যাম্পের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনময় সভায় অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন এ কথা বলেন।
হিমায়েত হোসেন জানান, দেশের গুরুত্বপূর্ণ মামলা তদন্তের জন্য সিআইডিকে আরো আধুনিকীকরণ করা হয়েছে। জনগণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের পাশাপাশি সিআইডির সার্বিক কার্যক্রম আরো গতিশীল করা হচ্ছে।
ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আলতাফ হোসেন।
এ সময় আলোচনায় অংশ নেন সিআইডির যশোর-কুষ্টিয়া জোনের বিশেষ পুলিশ সুপার মো. শামসুল আলম, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, মিজানুর রহমান ও মো. শহিদুল ইসলাম। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যুষ কুমার, সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলালসহ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে কর্মরত সাংবাদিকরা।
এর আগে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের তৃতীয় তলায় নবনির্মিত সিআইডি ক্যাম্প অফিসের ফলক উন্মোচন করেন সিআইডি প্রধান শেখ হিমায়েত হোসেন।
প্রায় ৩৮ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয় ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে সিআইডির এ নতুন ক্যাম্প অফিস নির্মাণ করা হয়েছে। পুলিশ বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে দেশের ৪৫টি জেলায় এরইমধ্যে অনুরূপ ভবন নির্মাণ করে সিআইডির ক্যাম্প অফিস স্থাপন করা হয়েছে বলে সভায় জানানো হয়েছে।