প্রাথমিক শিক্ষার মান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/bidhaan.jpg)
একটি শিশুর দ্বিতীয় জন্মের সূচনা হয় প্রাথমিক বিদ্যালয়ে সাক্ষরতা গ্রহণের মাধ্যমে। তাই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএম অডিটরিয়ামে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৫ এর ডিজাইনিং সংক্রান্ত ওয়ার্কশপ’—এ প্রধান অতিথির বক্তব্যে ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এ কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘যেহেতু আমাদের রিসোর্স অপ্রতুল, সেহেতু আমাদের দেখতে হবে স্বল্প খরচে কীভাবে শিশুদের শিক্ষার মান উন্নয়ন করা যায়।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিইডিপি-৪ এর অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান ও পিইডিপি-৪ এর উপপরিচালক মো. ফরহাদ আলম।
এর আগে উপদেষ্টা গাজীপুরে বর্থা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ও শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।