খাগড়াছড়িতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/07/photo-1454865768.jpg)
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পাহাড়ি সন্ত্রাসীদের হামলায় আহত ব্যবসায়ী সানাউল্লাহ। ছবি : এনটিভি
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় চাঁদা না পেয়ে বাঙালি এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করেছে পাহাড়ি সন্ত্রাসীরা।
স্থানীয় লোকজন জানায়, রোববার দুপুরে উপজেলার বড়পিলাক গ্রামের বাসিন্দা সানাউল্লাহকে একদল পাহাড়ি সন্ত্রাসী বড়পিলাক এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায়। সেখানে তাঁকে পিটিয়ে গুরুতর আহতসহ হত্যার চেষ্টা করে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বাঙালিরা একজোট হয়ে শনখোলাপাড়া গ্রামে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে বাঙালি ব্যবসায়ীকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে স্থানীয় বাঙালিরা বড়পিলাক ও জালিয়াপাড়া চৌরাস্তায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে। তারা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।