ঐক্যবদ্ধ না থাকায় সাংবাদিকরা দুর্বল হয়ে পড়ছে : ইকবাল সোবহান
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আবারো সাংবাদিকদের ঐক্যর ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, ঐক্যবদ্ধ না থাকার কারণে সাংবাদিকদের আন্দোলন দুর্বল হয়ে যাচ্ছে। গতকাল রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান বলেন, ‘আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কোনো আন্দোলন গড়ে তুলতে পারছি না। এই সাংবাদিকদের বিভক্তির কারণে সাগর-রুনিসহ অনেক সাংবাদিক হত্যা মামলার বিচার হয়নি। তিনি সাংবাদিকদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকার আহ্বান জানান।
খুলনা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান।
দেশের ইলেকট্রনিক মিডিয়া দেশের বড় অর্জন আখ্যা দিয়ে ইকবাল সোবহান বলেন, সরকার সম্প্রচার নীতিমালা গঠনের শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা ওয়েজ বোর্ড গঠন করা হবে।
পরে ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিক নেতৃবৃন্দদের নিয়ে খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা