বান্দরবানে মূল্যবান কাঠ জব্দ, আটক ৫
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/09/photo-1455039249.jpg)
বান্দরবানের থানচি উপজেলায় প্রায় কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এই অভিযান চালানো হয়।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, জেলার থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে থানচির সাঙ্গু ব্রিজের নিচ থেকে ৮২০ মাথা মূল্যবান কাঠ জব্দ করেন। কাগজপত্র যাচাই-বাছাই করলে কাঠের কোনো কাগজপত্র দেখাতে পারেননি কাঠের মালিকরা। এসব কাঠ পরে বাজেয়াপ্ত করা হয়। জব্দ করা কাঠের পরিমাণ প্রায় এক হাজার ৩০০ ঘনফুট, যার বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জব্দ করা কাঠগুলো থানচি উপজেলার বিভিন্ন এলাকার প্রাকৃতিক বন থেকে কেটে নদীপথে থানচি উপজেলা সদরে নিয়ে আসা হয়েছিল। এ সময় অবৈধভাবে কাঠ পাচারে জড়িত থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালত তিন কাঠ ব্যবসায়ী ও দুই শ্রমিককে নয় হাজার টাকা করে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন।
স্থানীয়দের অভিযোগ, কাঠ ব্যবসায়ী জুলফিকার আলী দুলু, শহীদ নূর, নুরুল হাকিমসহ সংঘবদ্ধ একটি কাঠ পাচারকারী চক্র তিন্দু রেমাক্রী ইউনিয়নের বিভিন্ন প্রাকৃতিক বনের গাছ কেটে কাঠগুলো নদীপথে থানচি সদরে এনেছে। অবৈধ কাঠগুলো জোত পারমিটের কাগজ দেখিয়ে চম্পা ফুল, সেগুন, গামারি, মেহগনি, কড়ই, গর্জনসহ নানা প্রজাতির গাছ কেটে ফেলা হচ্ছে থানচি উপজেলায়।
এ বিষয়ে থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন জানান, জব্দ করা কাঠগুলোর কোনো কাগজপত্র দেখাতে পারেননি আটক ব্যবসায়ীরা। কাঠগুলো সংরক্ষিত বনাঞ্চলের হতে পারে। কাঠগুলো জব্দ করে সরকারের হেফাজতে রাখা হয়েছে।