তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে রোড মার্চ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/15/photo-1455556513.jpg)
তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে রংপুর থেকে তিস্তা ব্যারাজের উদ্দেশে রোডমার্চ করেছে বাসদ। আজ সোমবার বিকেলে নীলফামারী জেলার জলঢাকার জিরো পয়েন্টে সমাপনী সমাবেশ করে সংগঠনটি।
আজ দুপুরে তিস্তা বাঁচাও, কৃষি ও কৃষক বাঁচাও, দেশ বাঁচাও- এ স্লোগাগান দিয়ে রংপুর নগরীর প্রেসক্লাব চত্বর থেকে ব্যারেজ অভিমুখে রোডমার্চ কর্মসূচি শুরু করে বাসদ। এর আগে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, রংপুর জেলা বাসদের সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
বক্তারা বলেন, সব আন্তর্জাতিক আইন ও রীতি-নীতি লঙ্ঘন করে ভারত উজানে একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করায় বাংলাদেশে মরুকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক চুক্তি থাকার পরও ভারত তিস্তার পানি এককভাবে প্রত্যাহার করছে। বক্তারা অবিলম্বে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।
রোডমার্চটি পাগলাপীর, চন্দনের হাট, মাগুড়া, গাড়াগ্রাম, বড়ভিটায় পথসভা করে নীলফামারীর জলঢাকায় সমাপনী সমাবেশ করে।