মাহফুজ আনামের বিরুদ্ধে আরো আট জেলায় ১০ মামলা
ইংরেজি সংবাদপত্র দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা অব্যাহত আছে। আজ মঙ্গলবার আটটি জেলায় ওই সম্পাদকের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ১০টি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে মাহফুজ আনামের বিরুদ্ধে।
আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
মেহেরপুর আদালতে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল এনাম বকুল। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে জ্যেষ্ঠ বিচারক হাকিম শেখ নাজমুল আলমের আদালতে তিনি এ মামলা দায়ের করেন।
আদালত মামলাটি গ্রহণ করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে মামলা তদন্তের নির্দেশ দেন।
মামলার আর্জিতে জানা যায়, ২০০৭ সালের ৩ জুন ডেইলি স্টার পত্রিকার অনলাইন সংস্করণে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করেন মাহফুজ আনাম। শেখ হাসিনাকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেওয়ার উদ্দেশে ডেইলি স্টারে দুর্নীতি ও অর্থ আত্মসাতের মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়।
যার ফলে ১/১১-এর সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে। পরে তিনি ওই সময়ে দীর্ঘ কারাবাস করেন। এতে তাঁর অপূরণীয় ক্ষতি সাধিত হয়। ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা হবে বলে আর্জিতে তিনি উল্লেখ করেন।
সাইফুল ইসলাম সজল, যশোর
মাহফুজ আনামের বিরুদ্ধে এবার যশোরের আদালতে দুটি মামলা দাখিল করা হয়েছে। একটি মামলায় আগামী ৬ মার্চ মাহফুজ আনামকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত।
যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির বিচারিক হাকিম শাহজাহান আলীর আদালতে এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মৃত্যুঞ্জয় মিস্ত্রীর আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন।
আওয়ামী লীগ নেতা শাহজাহান কবিরের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তথ্য যাচাই বাছাই ছাড়া প্রকাশ করায় দলের ১০ কোটি টাকার মানহানি হয়েছে এবং ৪ ফেব্রুয়ারি টেলিভিশনে ওই সব অসত্য প্রকাশ করায় আসামি রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন। চৌগাছা উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহনুর আলম শাহীন জানান, বিজ্ঞ আদালত পিটিশনটি আমলে নিয়ে আসামি হিসেবে মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ৬ মার্চ আদালত তাঁকে হাজিরার জন্য সমন জারি করেছেন। অন্যদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের আইনজীবী অ্যাডভোকেট গাজী আবদুল কাদের বলেন, বিচারক মোকদ্দমা শুনানির জন্য রেখে দিয়েছেন। পরবর্তী পর্যায়ে এটির আইনগত যথোপযুক্ত আদেশ দেবেন বলে আমরা বিশ্বাস করি।
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ
আজ মঙ্গলবার জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. হেলালুজ্জামান হেলাল বাদী হয়ে ১০০ কোটি টাকা মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কিশোরগঞ্জের ১ নং আমল গ্রহণকারী আদালতে এ মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলাউল আকবর অভিযোগে উল্লেখিত প্রকাশিত সংবাদের কপি আগামী ৯ মার্চ আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন।
বাদীর পক্ষে মো. হুমায়ুন কবীর মামলাটি পরিচালনা করেন। দণ্ডবিধির ১২৩(ক), ১২৪(ক)/৫০০ ও ৫০১ ধারায় দায়ের করা মামলায় মোট পাঁচজনকে সাক্ষী করা হয়েছে।
আকতার ফারুক শাহিন, বরিশাল
মাহফুজ আনামের বিরুদ্ধে বরিশালের আদালতে পৃথক দুটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য রফিকুল ইসলাম খোকন বরিশাল মুখ্য মহানগর হাকিমের আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন। ওই মামলায় উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করায় তাঁর ১০০ কোটি টাকার মানহানি হয়েছে।
একই অভিযোগে অপর আইনজীবী কাইয়ুম খান কায়সার মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলা দুটি আমলে নিয়ে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে সমন জারি করেন।
কাকন রেজা, শেরপুর
মঙ্গলবার দুপুরে শেরপুর মুখ্য বিচারিক হাকিম সাইফুর রহমানের আদালতে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের হয়েছে। শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নবারুল শিক্ষাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আনোয়ার হাসান উৎপল দণ্ডবিধি ১২৩(ক)/১২৪(ক) ধারায় মামলাটি দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে রাষ্ট্রের অনুমতি সাপেক্ষে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
কে এম সবুজ, ঝালকাঠি
ঝালকাঠিতে মাহফুজ আনামের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। আজ মঙ্গলবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সদস্য বনি আমিন। আদালতের বিচারক মো. জায়েদ আহম্মেদ বিকেলে অভিযোগ আমলে নিয়ে জেলা তথ্য কর্মকর্তাকে তদন্ত করে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। জরুরি অবস্থার সময় শেখ হাসিনার বিরুদ্ধে যাচাই ছাড়াই দুর্নীতির খবর প্রকাশ করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
মামলার বাদী বনি আমিন জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় জরুরি অবস্থার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দেওয়া সংবাদ যাচাই না করেই ডেইলি স্টারে ছাপানো হয়। এ ঘটনা পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনাম নিজেই স্বীকার করেছেন। গত ৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ স্বীকারোক্তি প্রদান করেন। মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় বাদী পাঁচকোটি টাকার মানহানির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল-আমিন ভূঞা। আজ মঙ্গলবার বিকেলে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে ৫০ কোটি টাকার ওই মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে আসামিকে আগামী ২৭ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এক-এগারোর সময় একটি গোয়েন্দা সংস্থার সরবরাহকৃত তথ্য কোনো প্রকার যাচাই-বাছাই না করে তাঁর সম্পাদিত ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। উক্ত বিষয়গুলো নিয়ে তৎকালীন সময়ে অনেক জল্পনা-কল্পনা সৃষ্টিসহ রাষ্ট্র নানাবিধ সমস্যার সম্মূখিন হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি একটি টকশোতে অংশ নিয়ে উক্ত বিষয়ে তার ভুল স্বীকার করেন। উক্ত প্রকাশিত সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানি হয়েছে বলে স্বীকার করেন। পরের দিন জাতীয় সংসদে সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানি হওয়ার কারণে আসামির বিচার দাবি করে ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকা বন্ধের দাবি তুলেন। এতে আসামির প্রতি নরসিংদী জেলাসহ সারা দেশে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এতে বাদী ও তাঁর সংগঠনের ৫০ কোটি টাকার মানহানি হয়েছে এবং আসামি দোষ স্বীকার করার কারণে মানহানির বিষয়টি প্রমাণিত হয়েছে।
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
মাহফুজ আনামের বিরুদ্ধে বান্দরবানে মুখ্য বিচারিক হাকিমের আদালতে মানহানি মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান রাশেদ চৌধুরী বান্দরবান অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবু হানিফের আদালতে ১০০ কোটি টাকার মানহানির এ মামলা করেন।
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান রাশেদ চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির এ মামলা করেছি। আদালত মামলাটি আমলে নিয়েছেন। আদালত এ ব্যাপারে সমন জারি করেছেন। তবে সমনের তারিখ তাৎক্ষণিক ঘোষণা করা হয়নি।