মাহফুজ আনামের বিরুদ্ধে মামলার হিড়িক
ইংরেজি সংবাদপত্র দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে একই দিনে ১৪টি মামলা হয়েছে। দেশের ১৪টি জেলায় আজ সোমবার মানহানি ও রাষ্ট্রদ্রোহ মামলা করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা।
এ নিয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে মোট ২৯টি মামলার খবর পাওয়া গেছে। এসব মামলায় মোট ৭৩৫ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে।
এর আগে মাহফুজ আনামের বিরুদ্ধে ১৪ ফেব্রুয়ারি আটটি জেলায় ১১টি, ১১ ফেব্রুয়ারি ঢাকাসহ তিন জেলায় তিনটি ও ৯ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর জেলায় মামলা করা হয়। এসব মামলা করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা এবং তাদের সমর্থক আইনজীবীরা।
মামলাগুলোর এজাহারে বলা হয়, ২০০৮ মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করেন মাহফুজ আনাম। শেখ হাসিনাকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেওয়ার উদ্দেশে ডেইলি স্টারে দুর্নীতি ও অর্থ আত্মসাতের মিথ্যা সংবাদ প্রকাশ করে।
মামলা নিয়ে আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
এ বি এম ফজলুর রহমান, পাবনা : মাহফুজ আনামের বিরুদ্ধে পাবনায় মানহানির মামলা করেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম লাল। আজ সকালে পাবনার আমলি আদালতের (১) বিচারক মো. রেজাউল করিমের আদালতে হাজির হয়ে তিনি এই মামলা করেন। বিচারক মামলাটি গ্রহণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, মাহফুজ আনাম ২০০৭ সালে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সরবরাহকৃত মিথ্যা খবর প্রকাশ করে শেখ হাসিনার মানহানি করেছেন।
তবে মামলার এজাহারে কোনো অর্থের পরিমাণ উল্লেখ ছিল না।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম এবং সাধারণ সম্পাদক আহাদ বাবুসহ শতাধিক আইনজীবী।
হালিম খান, নাটোর : মাহফুজ আনামের বিরুদ্ধে নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলেক উদ্দিন শেখ বাদী হয়ে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুল আল আমিনের আদালতে মানহানি মামলা দায়ের করেন। বিচারক মামলাটি গ্রহণ করে আগামী ৩০ মার্চ বিবাদীকে আদালতে হাজির হওয়ার আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উদ্দ্যেশ্যমূলক প্রতিবেদন প্রকাশ করে ডেইলি স্টার পত্রিকা। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম বিষয়টি স্বীকার করায় তাঁর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। তবে মামলার এজাহারে কোনো অর্থের পরিমাণ উল্লেখ ছিল না।
মো. লুৎফুর রহমান মিঠু, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইফুল ইসলামের আমলি আদালতে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা আমলে নেওয়া হয়েছে।
আদালত ফৌজদারি কার্যবিধি ১৯৬ ধারা আইনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানকে তদন্তের নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী আব্দুল হামিদ আদেশের বিষয়টি নিশ্চিত করে জানান, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মনগড়া তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে।
শ.ম সাজু, রাজশাহী : ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা দায়ের হয়েছে। আজ রোববার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদলতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সালাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
আইনজীবী আবদুস সালাম মোহনপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।
মামলায় অভিযোগ করা হয়েছে, মাহফুজ আনাম আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ রাজনৈতিক নেতানেত্রীদের দেশত্যাগ ও রাজনৈতিক কার্যক্রম থেকে সরিয়ে দিতে ‘ওয়ান-ইলেভেন’ সরকারের সময় ষড়যন্ত্র করে বিকৃত সংবাদ প্রকাশ করেছেন। গত ৩ ফেব্রুয়ারি একটি টকশোতে এসব কথা তিনি স্বীকার করেছেন। এসব করে তিনি গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন যা রাষ্ট্রদ্রোহিতার শামিল।
মামলা দায়ের করার সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু উপস্থিত ছিলেন।
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি : বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার সভাপতি টিকো চাকমা সোমবার দুপুরে মুখ্য বিচারিক হাকিমের আমলি আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন এবং আগামী ১৬ মার্চ আসামিকে সশরীরে আদালতে হাজির হওয়ায় নির্দেশ দিয়েছেন।
বাদী মামলায় অভিযোগ করেন, গত ২০০৭ সালের জুন মাসের বিভিন্ন তারিখে মাহফুজ আনামের সম্পাদিত ডেইলি স্টার পত্রিকায় বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনাকে জড়িয়ে বিভিন্ন অসত্য সংবাদ পরিবেশন করেন। পত্রিকায় এসব বিভ্রান্তিমূলক মানহানিকর সংবাদ পরিবেশনের ফলে বাদীর নেত্রী শেখ হাসিনার ১০ কোটি টাকার মানহানি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম : মাহফুজ আনামের বিরুদ্ধে কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিমের আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা দায়ের হয়েছে। সোমবার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মাকসুদুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলাল।
মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত ১৫ মার্চের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের কাছে পাঠায়।
মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আহসান হাবীব নীলু। এ সময় কুড়িগ্রামের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্রাহাম লিংকন উপস্থিত ছিলেন।
মামলার বাদী রুহুল আমিন দুলাল বলেন, ‘যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিজিএফআই এবং অন্যান্য সংস্থার বিরুদ্ধে খাটো করা হয়েছে এবং সেই টকশোতে সরকারের সাথে সংঘর্ষপূর্ণ কথা বলা হয়েছে। এজন্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানিকর মামলা দায়ের করেছি।’
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর : শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করায় লক্ষ্মীপুরে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে আ. লীগ নেতার শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন রাজু।
লক্ষ্মীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে রাজু এ মামলা দায়ের করেন। ওয়ান ইলেভেন ও পরবর্তী সময়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে এ মামলা করা হয়। আদালতের বিচারক মুহাম্মদ মুনির হোসাঈন মামলাটি গ্রহণ করে পরবর্তী শুনানির জন্য অপেক্ষমান রেখেছেন বলে আদালত সূত্রে জানা যায়।
একই ঘটনায় গত মঙ্গলবার জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ : মাহফুজ আনামের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ বিচারিক হাকিম আদালতে মানহানির মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এজাবুল হক বুলি।
সকালে চাঁপাইনবাবগঞ্জ বিচারিক হাকিম ‘ক’ অঞ্চলের আমলি আদালতে দণ্ড বিধির ৫০০/৫০১/৫০২ ধারায় এই মামলা দায়ের করা হয়। মামলার আরজিতে বলা হয়েছে, ২০০৭-২০০৮ মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করেন মাহফুজ আনাম।
আদালতের বিচারক নুর নবী মামলাটি আমলে নিয়ে আগামী ২৮ এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন প্রদান করেন।
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার : ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নামে ‘মিথ্যা ও কাল্পনিক’ সংবাদ প্রচারের দায়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে কক্সবাজারে আরো একটি মানহানির মামলা দায়ের হয়েছে।
মহেশখালী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ নেতা সরওয়ার আজম বাদী হয়ে সোমবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতের বিচারক অরুণ পালের আদালতে এ ১০০ কোটি টাকার মানহানির মামলাটি দায়ের করেন বলে জানান বাদীর আইনজীবী ফখরুল ইসলাম গুন্দু।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মিথ্যা ও কাল্পনিক সংবাদ পরিবেশনের কারণে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তাঁর সংগঠনের ১০০ কোটি টাকার মানহানি হয়েছে। এ কারণে বাদী সংক্ষুব্ধ হয়ে মানহানি মামলাটি দায়ের করেন। শুনানি শেষে বিচারক মামলাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারকে (এএসপি) নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি একই আদালতে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় বাদী হয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে একই অভিযোগে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ওই মামলাটি কক্সবাজার সদর মডেল থানায় তদন্তাধীন রয়েছে।
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড় : সোমবার দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বাদী হয়ে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম তারিকুল কবিরের আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন।
পরে আদালত মামলাটিকে আমলে নিয়ে বিকেল পৌনে ৪টায় পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলামকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থ গ্রহণের নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী মির্জা সুলতানে আলম বলেন, ‘মামলায় বাদী তাঁর অভিযোগে মাহফুজ আনাম বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে নেতৃত্ব শূন্য করার হীন চেষ্টায় একটি এজেন্সির প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য ২০০৭ সালের ১ নভেম্বর থেকে গণতন্ত্রবিরোধী শক্তিকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য ডেইলি স্টার পত্রিকায় একের পর এক মিথ্যা ও বিকৃত তথ্য প্রকাশ করেন। যা রাষ্ট্রদ্রোহের শামিল।’
মোস্তফা আবিদ, নীলফামারী : মাহফুজ আনামের বিরুদ্ধে নীলফামারীতে আজ পাঁচ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। মামলার বাদী জেলার ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক আব্দুল হামিদ।
মামলার এজহারে বলা হয়, ওয়ান ইলেভেন ও তার পরবর্তী সময়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম তাঁর পত্রিকায় শেখ হাসিনার বিরুদ্ধে তথ্য যাচাই-বাচাই না করে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করেন। আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সমিউল ইসলাম মামলাটি আমলে নিয়ে আগামী ৪ এপ্রিলের মধ্যে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
আবদুল আজিজ শিশির, শরীয়তপুর : মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা দায়ের করা হয়। মামলাগুলো করেছেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আমীন কোতোয়াল, আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম ও জাজিরা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ মিয়া।
শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আমলি আদালতের জ্যেষ্ঠ হাকিম মোরশেদ আল মামুন মামলা তিনটি আমলে নিয়েছেন। একটিতে মাহফুজ আনামকে আদালতে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করার নির্দেশ দিয়েছেন। আর দুটি মামলা পুলিশকে তদন্ত করার নির্দেশ প্রদান করেছেন।
শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আমীন কোতোয়াল বলেন, ‘মাহফুজ আনাম ষড়যন্ত্র করে তত্ত্বাবধায়ক সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি একটি টেলিভিশনের অনুষ্ঠানে তা স্বীকার করেছেন। এতে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমাদের মানহানি হয়েছে। তাই তাঁকে আইনের আওতায় আনার জন্য মামলা দায়ের করেছি।’
ফারুক হোসেন, দিনাজপুর : রোববার দুপুরে দিনাজপুর জেলা অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আমলি আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের পর আজ ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহাফুজ আনামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং একই সঙ্গে ২৪ জুনের মধ্যে সম্পাদক মাহাফুজ আনামকে সশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন দিনাজপুর জেলা অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আমলি আদালতের বিচারক আহসানুল হক। খানসামা উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক সামসুর রহমান পারভেজ মামলাটি দায়ের করেন।
মঈনুল হক বুলবুল, সিলেট : তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গোয়েন্দাদের সরবরাহ করা তথ্য সংবাদ আকারে প্রকাশ করায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সিলেটে আরো একটি মামলা হয়েছে। আজ সোমবার ১৫০ কোটি টাকার মানহানি মামলাটি দায়ের করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ।
সিলেটের জৈন্তাপুর বিচারিক হাকিম কুদরত-ই-খোদার আদালতে মামলাটি দায়ের করা হয়।
আফসার আজিজের আইনজীবী অ্যাডভোকেট শামসুল ইসলাম জানান, আদালত মামলাটি আমলে নিয়ে অধীনস্থ অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এর আগে রোববার সিলেট মহাগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান এবং সাবেক সভাপতি রাহাত তরফদার মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির দুটি মামলা দায়ের করেন।