নিজ নিজ মাতৃভাষায় পাঠদানের দাবি পিসিপির
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/17/photo-1455728456.jpg)
ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজ নিজ মাতৃভাষায় পাঠদানের দাবিতে রাঙামাটিতে জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মানববন্ধন ও সমাবেশ করেছে।
আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাঙামাটি সরকারি কলেজ শাখা পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুমিত্র চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি রিন্টু চাকমা, কমেস চাকমা, দীপা চাকমা, পলাশ চাকমা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আদিবাসীদের নিজ নিজ মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা অর্জন নিশ্চিত করা, জাতীয় পাঠ্যপুস্তক থেকে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ শব্দটি বাতিল করে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করা এবং জুম্মু জনগণের অধিকারের সনদ পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।