মহেশপুরে হত্যা মামলার আসামির লাশ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/18/photo-1455792783.jpg)
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় গরু ব্যবসায়ী হাশেম মণ্ডল হত্যা মামলার পলাতক আসামি আসাদ আলীর (২২) লাশ উদ্ধার করেছে ভারতের কৃঞ্চনগর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার কাজীর বেড় গ্রামের আকবর আলী ছেলে।
এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেছেন, সীমান্তের বাঘাডাঙ্গা বর্ডার আউটপোস্ট (বিওপি) থেকে দুই কিলোমিটার ভেতরে ভারতের কুলগাছি গ্রামে আসাদ আলী গত ছয় মাস আত্মগোপন করে ছিলেন। ২০১৫ সালের ৩ জুলাই রাতে উপজেলার পলিয়ানপুর গ্রামের হাশেম মণ্ডল (২৫) ভারত থেকে গরু আনার সময় খুন হন। এ খুনের মামলার অন্যতম আসামি ছিলেন আসাদ। ওসি আরো বলেছেন আজ সকালে তাঁর মৃতু হয়েছে বলে জানতে পেরেছেন তাঁরা।
এদিকে, মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচারক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম অসমর্থিত সূত্রের বরাত দিয়ে এনটিভিকে জানিয়েছেন, আসাদের মৃতদেহ আজ সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধার করে ভারতের হাঁসখালী থানা পুলিশ। তবে এ বিষয়ে বিএসএফ এখনো বিজিবিকে কিছুই জানায়নি বলে জানান তিনি ।
বেলা সোয়া ১টার দিকে মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার নুরুল আমীন জানান, আসাদের লাশ ফেরত পাওয়ার জন্য তাঁর বাবা একটি লিখিত আবেদন করেছেন। তবে প্রতিপক্ষ বিএসএফের চিঠি পাওয়ার পর সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।