আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/20/photo-1455962472.jpg)
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। আজ শনিবার দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনদিনের সফরে রংপুরে গিয়েছেন এরশাদ। একুশের প্রথম প্রহরে ছোট ভাই জি এম কাদেরকে সঙ্গে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে তাঁর।
‘এটা কিন্তু বিদেশিরাও শঙ্কা প্রকাশ করেছে। যদি সত্যিকারের সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে জঙ্গিবাদের উত্থান হতে পারে’, বলেন এরশাদ।
‘যদি সুষ্ঠু নির্বাচন না হয়, ডেমোক্রেসি (গণতন্ত্র) ফিরে না আসে, তাহলে জঙ্গিবাদের উত্থান হতে পারে। জঙ্গিবাদের উত্থান এখনো হয়নি সেভাবে। হতে পারে। এ জন্য আমার মনে হয়, একদিন না একদিন সুষ্ঠু নির্বাচন দিতে হবে’, যোগ করেন এরশাদ।
জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টির ভাবমূর্তি জনগণের কাছে পরিষ্কার করতে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ ছাড়াসহ মন্ত্রিসভা থেকে জাপা পদত্যাগ করবে। তবে সময় দিতে হবে।