বঙ্গোপসাগরে ২২ জেলেকে অপহরণ
বঙ্গোপসাগরে মুক্তিপণের দাবিতে অন্তত ২২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু মজনু বাহিনী। এ সময় জেলেবহরে দফায় দফায় হামলা ও লুটপাট চালিয়ে বিপুল পরিমাণ মাছসহ জেলেদের নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন মালামাল লুটে নেয় দস্যুরা।
বিষয়টি নিশ্চিত করে দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান মেজর (অব.) জিয়া উদ্দিন আহমেদ জানান, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লী থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে গভীর বঙ্গোপসাগরে বৃহস্পতিবার রাতে মাছ ধরতে যাওয়া জেলেদের ওপর হামলা চালায় বনদস্যুরা। এ সময় বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে অন্তত ২২ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। মারধর করে অর্ধশতাধিক জেলেকে। এ ছাড়া ব্যাপক লুটপাট চালায় বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকাজুড়ে।
জিয়া উদ্দিন আহমেদ আরো বলেন, র্যাবের হেলিকপ্টার দিয়ে অভিযান চালালে বঙ্গোপসাগর ও সুন্দরবনের পশ্চিম পাড় থেকে দস্যু নির্মূল করা সম্ভব হবে।

আবু হোসাইন সুমন, মংলা