কালকিনিতে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০
মাদারীপুরের কালকিনি উপজেলায় শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার রাতে একুশের প্রথম প্রহরে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেট ভাঙচুর করা হয়েছে।
কালকিনি ও ডাসার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে উপজেলা প্রশাসন, প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের লোকজন। রাত ১১টা ৫০ মিনিটে উপস্থিত হয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পুষ্পার্ঘ্য অর্পণ করার চেষ্টা করলে আওয়ামী লীগের লোকজন ফুলের ডালা ভেঙে ফেলে। এ নিয়ে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে।