মাটিরাঙায় নিখোঁজ মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/22/photo-1456097269.jpg)
খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থেকে নিখোঁজ হওয়ার চারদিন পর মোটরসাইকেলচালক আজিজুল হাকিম শান্তর (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার সকালে মাটিরাঙা উপজেলার হৃদয় মেম্বারপাড়ার সল্ট প্রকল্প এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আজিজুল হক শান্ত মাটিরাঙা পৌর এলাকার নতুনপাড়ার ছালেহ আহম্মদের ছেলে।
আজিজুল হক শান্তের লাশ পাওয়ার পর বেলা সাড়ে ১১টা থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের ওপর ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় ক্ষুব্ধ এলাকাবাসী।
ঘটনার সাথে জড়িত সন্দেহে ধন বিকাশ ত্রিপুরা (২০) নামের একজনকে আটক করেছে পুলিশ।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, ধারণা করা হচ্ছে মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য আজিজুল হাকিম শান্তকে হত্যা করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মাটিরাঙার স্থানীয় এক সাংবাদিক জানান, আজিজুল হক শান্তর মৃত্যুর খবর শোনার পর সাধারণ জনগণ ও ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকরা ক্ষুব্ধ হয়ে সড়কে ব্যারিকেড দিলে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
উল্লেখ্য, নিহত আজিজুল হাকিম শান্ত পেশায় একজন ভাড়াটে মোটরসাইকেলচালক। বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন শান্ত। এ ঘটনায় গত শুক্রবার মাটিরাঙা থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিহতের বাবা ছালেহ আহম্মদ।