ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী বইমেলা উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। গতকাল রোববার বিকেলে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
জেলা প্রশাসক ড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ এ কে ম এমদাদুল বারী, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ, ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ‘ভাষা ও ইতিহাস দেশপ্রেমেরই অংশ। আমাদের ভাষা, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের বিরুদ্ধে কেউ কথা বললে তা সহ্য করা হবে না। ভাষার বিরুদ্ধে কথা বলা মানে দেশের বিরুদ্ধে কথা বলা, নাড়ির বিরুদ্ধে কথা বলা। এ ধরনের দেশদ্রোহীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।’
উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার স্টল ঘুরে দেখেন। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২৭টি স্টল দেওয়া হয়েছে। মেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া