খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/22/photo-1456125361.jpg)
মোটরসাইকেলচালক আজিজুল হাকিমকে অপহরণ করে হত্যাকারীদের বিচার ও পানছড়িতে অপহৃত দুই বাঙালি নির্মাণ শ্রমিককে অবিলম্বে উদ্ধার করার দাবিতে খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।
বাঙ্গালি ছাত্র পরিষদের ডাকে আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
অবরোধের কারণে ভোর থেকে খাগড়াছড়ির অভ্যন্তরীন ও দুরপাল্লার সব ধরনের যানবান চলাচল বন্ধ রয়েছে। তবে সড়কগুলোতে রিকশাসহ কিছু হালকা যানবাহন চলতে দেখা গেছে। যেকোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অপহরণের তিনদিন পর গতকাল রোববার খাগড়াছড়ির আলুটিলার হৃদয় মেম্বারপাড়ার সল্ট প্রকল্প এলাকার জঙ্গল থেকে মোটরসাইকেলচালক আজিজুল হাকিম শান্তর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ করে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। সেই সময়ই জেলাজুড়ে অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় খাগড়াছড়ির বাঙ্গালী ছাত্র পরিষদ।