ডিসি পার্কে সংঘর্ষ, চট্টগ্রাম বন্দরে লরিচালকদের অবরোধ
চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্কে নিরাপত্তাকর্মীদের সঙ্গে কাভার্ডভ্যান চালকদের সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম বন্দর এলাকায় সড়ক অবরোধ ও কর্মবিরতি পালন করছে কাভার্ডভ্যান ও লরি চালক শ্রমিকরা। ফলে চট্টগ্রাম বন্দরে পণ্য নিয়ে আটকে আছে শত শত ট্রাক।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে চট্টগ্রাম বন্দর সড়ক সচল করতে যৌথ বাহিনীর সদস্যরা কাজ শুরু করেন।
সড়ক অবরোধের কারণে সকাল থেকে চট্টগ্রামের বাণিজ্যিক এলাকাসহ বন্দরের বিভিন্ন সড়কে দীর্ঘ যানজট তৈরি সৃষ্টি হয়। আমদানি রপ্তানির পণ্য নিয়ে শত শত ট্রাক আটকা পড়ে বন্দরসহ আশপাশের এলাকায়। কর্মবিরতির সমর্থনে চালক-সহকারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর কাট্টলী এলাকায় কাভার্ডভ্যান চালকদের সঙ্গে ডিসি পার্কের নিরাপত্তা কর্মীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। দুই গ্রুপের মধ্যে কয়েক ঘণ্টা ধরে চলা দফায় দফায় সংঘর্ষের ঘটনায় কাভার্ডভ্যান চালকসহ অন্তত ৩০ জন আহত হয়।
চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের বন্দর বিষয়ক সম্পাদক মো, জহির উদ্দিন টিপু জানান, চালক ও শ্রমিকরা তাদের দাবিতে অনড়। ঘটনার পর থেকে বন্দর থেকে পণ্য আনা-নেওয়া বন্ধ আছে।
শ্রমিক ফারুক জানান, ডিসি পার্কের সামনে পণ্যবাহী লরি পার্কিংকে কেন্দ্র করে পার্কের কর্মীদের সঙ্গে ট্রাক চালকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। নিরাপত্তাকর্মীরা তাদের লোকজনকে পিটিয়ে আহত করেছে। স্থানীয় সন্ত্রাসীরা অস্ত্রসহ তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন।
চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. সুলতান আহসান উদ্দিন জানান, প্রথমে আন্দোলনকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরে তারা আবার সকাল থেকে সড়ক অবরোধ করে।