ককটেল বিস্ফোরণে পুলিশ কনস্টেবলসহ আহত ৪
রাজধানীর পৃথক তিনটি স্থানে ককটেল বিস্ফোরণে পুলিশ কনস্টেবলসহ চারজন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে এক পুলিশ কনস্টেবল, ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে দুই বোন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক পথচারী ককটেল হামলায় আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বাসস।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে আবু বকর সিদ্দিক (৪৮) নামের এক পুলিশ কনস্টেবল আহত হন। তিনি নীলক্ষেত পুলিশ ফাঁড়িতে কর্মরত। তাঁর বুকের বাঁ পাশে ককটেলের স্প্লিন্টার ঢুকে যায়। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তবে তাঁর অবস্থা বেশি গুরুতর নয়।
একই সময়ে নিউমার্কেট থেকে কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ককটেল বিস্ফোরণে দুই বোন আহত হয়েছেন। তাঁরা হলেন পুষ্পি (১৬) ও সনি আক্তার (২৫)। এর মধ্যে পুষ্পির অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে বাসস। দুই বোনেরই শরীরের বিভিন্ন স্থানে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়। তাঁরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আবুল কালাম (৫২) নামের এক ব্যক্তি ককটেলের স্প্লিন্টারে আহত হয়েছেন। তাঁর অবস্থাও গুরুতর নয়। তিনি ঢাকা মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।

অনলাইন ডেস্ক