সরাইলে সেতুর নিচ থেকে গৃহবধূর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি সেতুর নিচ থেকে রওশন আরা বেগম (৫৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার অড়ুয়াইল সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
রওশন স্থানীয় ডুবাজাইল গ্রামের সিদ্দিক মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে অড়ুয়াইল সেতুর নিচে স্থানীয় লোকজন ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ বলেন, ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া