যাত্রীবাহী বাস থেকে বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার
কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) রাতে মহাসড়কের মাধাইয়া বাসস্টেশন এলাকায় ইলিয়টগঞ্জ হাইওয়েতে পুলিশের চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, কুমিল্লা থেকে ঢাকাগামী ‘এশিয়া এয়ারকন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল এবং একই জেলার বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকার গোলজার হোসেনের ছেলে মো. চিশতী।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে, পিস্তলটি তারা কুমিল্লা থেকে সংগ্রহ করে নারায়ণগঞ্জে নিয়ে যাচ্ছিল। তবে অস্ত্রটি ঠিক কোথা থেকে আনা হয়েছে এবং কাদের কাছে সরবরাহ করার কথা ছিল—তা অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি আরও জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে গ্রেপ্তার দুই যুবককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর ও আদালতে পাঠানোর কাজ চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা