ব্রাহ্মণবাড়িয়ায় মেয়র প্রার্থী ছয়জন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন আগামী ২০ মার্চ। এরই মধ্যে জমে উঠেছে এ নির্বাচন। গতকাল সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন কার্যালয় জানিয়েছে, এবার মেয়র ও কাউন্সিলর পদে ৯২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ছয়জন, পৌরসভার ১২টি সাধারণ ওয়ার্ডে ৭২ কাউন্সিলর এবং চারটি সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদপ্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
মেয়র প্রার্থীরা হলেন—আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবির, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা গোলাম মোস্তফা রাফি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আনিছ খান, ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মো. ইউসুফ ভূইয়া ও ইসলামী আন্দোলন মনোনীত মো. সিরাজুল ইসলাম।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ার কবির সাংবাদিকদের বলেন, ‘আমি যদি পৌরসভার মেয়র নির্বাচিত হতে পারি, তাহলে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক পৌরসভা গঠন করব। এ জন্য তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।’
বিএনপি প্রার্থী সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, ‘নির্বাচনে যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে এবং ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হব।’
অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া সাংবাদিকদের জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া