মঠের অধ্যক্ষ হত্যার বিচারের দাবিতে দেবীগঞ্জে মানববন্ধন
মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর হত্যার বিচারের দাবিতে পঞ্চগড়ের দেবীগঞ্জে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে দেবীগঞ্জ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।
বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে মানববন্ধন কর্মসূচি চলে ঘণ্টাব্যাপী। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে কলেজের অধ্যক্ষ মো. আনিছুর রহমান, উপাধ্যক্ষ উমাপতি রায়, সহকারী অধ্যাপক নাসির উদ্দিন চৌধুরী, আবু বাকের, গোলাম রব্বানী, প্রভাষক নাজমুন নাহার, গোলাম কিবরিয়া, শিক্ষার্থী শাপলা আখতার, যাদব কুমার প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা অবিলম্বে মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বরের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
গত রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের করতোয়ার পাশে শ্রীশ্রী সন্তগৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে তিন দুষ্কৃতকারী। এ সময় গোপাল চন্দ্র রায় নামের এক পূজারি গুলিবিদ্ধ হন। নির্মল চন্দ্র ওরফে নিতাই চন্দ্র ও গোপালের মা চিরতা রানী আহত হন।
অধ্যক্ষ হত্যাকাণ্ডের ঘটনায় গত রোববার তাঁর বড় ভাই রবীন্দ্র চন্দ্র রায় বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। অন্যদিকে বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে পৃথক আরেকটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে খলিলুর ও বাবুল ২০০৫ সালের সিরিজ বোমা হামলা মামলার আসামি ছিলেন। পরে খলিলুর মামলা থেকে অব্যাহতি পান। এ দুজন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে জড়িত। আর জাহাঙ্গীর ছাত্রশিবিরের নেতা এবং সন্ত্রাস ও নাশকতা মামলার আসামি।