বুড়িগঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের আহ্বান বাপার
ডিআরইউতে বাপার সংবাদ সম্মেলন। ছবি : এনটিভি
বুড়িগঙ্গা নদীকে অস্তিত্বের হুমকি থেকে রক্ষার জন্য ভরাটসহ সব ধরনের নির্মাণকাজ বন্ধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে বাপার কর্মকর্তারা এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, বুড়িগঙ্গার উৎসমুখ এবং নদীটির দ্বিতীয় চ্যানেল এখন মৃতপ্রায়। দখলের জন্য নদী ভরাট করে একটি মহল স্কুল নির্মাণসহ নানা ধরনের স্থাপনা গড়ে তুলেছে। নির্মাণ করা হয়েছে মার্কেটসহ বসতবাড়িও। তাই বুড়িগঙ্গা নদীর দুটি শাখার পানির প্রবাহ স্বাভাবিক রাখতে সব ধরনের স্থাপনা উচ্ছেদ করতে হবে বলে দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

নিজস্ব প্রতিবেদক