শিক্ষা স্বার্থবিরোধী প্রতিষ্ঠান টিকবে না : নাহিদ
শিক্ষা স্বার্থবিরোধী কোনো প্রতিষ্ঠানকে টিকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
নাহিদ আরো বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অবশ্যই আইনের আওতায় চলতে হবে। বাংলাদেশের ৯৯ শতাংশ শিশু নিজের নাম লিখতে পারে দাবি করে তিনি এ সাফল্য ধরে রাখার আহ্বান জানান।
এবারের সমাবর্তনে ইউডার প্রায় এক হাজার ৩৫০ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এ ছাড়া ভালো ফলাফলের জন্য আট শিক্ষার্থীকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও ১৭ শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড অব মেরিট দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এমাজউদ্দিন আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক