পঞ্চগড়ে পুরোহিত হত্যার ঘটনায় তিন ‘জেএমবি’ গ্রেপ্তার
পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের পুরোহিত হত্যার ঘটনায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রংপুরের পুলিশ সুপার (এসপি) মো. গিয়াসউদ্দিন আহমেদ আজ শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এসপি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, একটি গ্রেনেড, দুটি ককটেল, পাঁচটি গুলি ও তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া তিনজনই জেএমবির সদস্য।
তবে কোথা থেকে এবং কখন তাদের গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবির উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি।
গত ২১ ফেব্রুয়ারি সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের করতোয়ার পাশে শ্রীশ্রী সন্তগৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় গোপাল চন্দ্র রায় নামের এক পূজারি গুলিবিদ্ধ হন। নির্মল চন্দ্র ওরফে নিতাই চন্দ্র ও গোপালের মা চিরতা রানী আহত হন।
এ ঘটনায় জেএমবি এবং ইসলামী ছাত্রশিবিরের তিন সদস্যকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ।