বনমালী শিল্পকলা কেন্দ্রের সভাপতি অঞ্জন, হান্নান সম্পাদক
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আজ শুক্রবার সন্ধ্যায় পাবনার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান বনমালী শিল্পকলা কেন্দ্রের বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বনমালী মিলনায়তনে প্রতিষ্ঠানের সভাপতি, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক আলহাজ আবুল মাসুদ লাল। আর্থিক প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ মোসাদ্দেক আলী খান খসরু।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহসভাপতি ডা. মনোয়ারুল আজিজ, অ্যাডভোকেট আবদুল মতিন মিয়া, অ্যাডভোকেট সনৎ কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হান্নান, প্রতিষ্ঠানের আজীবন সদস্য সাইফুল আলম স্বপন চৌধুরী, রুহুল আমিন বিশ্বাস রানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যরা। সভার শুরুতেই প্রতিষ্ঠানের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে প্রতিষ্ঠানের ত্রিবাষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আজিজ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এম আবদুল আলীম। নির্বাচন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।
বনমালী শিল্পকলা কেন্দ্রের প্রস্তাবিত কার্যকরী পরিষদে (২০১৬ -২০১৮) সভাপতি নির্বাচিত হয়েছেন অঞ্জন চৌধুরী পিন্টু, সহসভাপতি আলহাজ অ্যাডভোকেট এম এ মতিন মিয়া, সহসভাপতি অ্যাডভোকেট সনৎ কুমার সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক (প্রশাসন) রবিউল ইসলাম চৌবে ডাবলু, যুগ্ম সম্পাদক (সাংস্কৃতিক) প্রলয় চাকী টুকাই, কোষাধ্যক্ষ মোছাদ্দেক আলী খান খসরু। কার্যকরী পরিষদের সদস্য হয়েছেন এম সাইদুল হক চুন্নু, বেবী ইসলাম, আলহাজ ডা. মনোয়ার-উল আজিজ, অ্যাডভোকেট আব্দুল হান্নান শেলী, মিসেস সোহানী হোসেন, মো. হাবিবুর রহমান হাবিব, আলী আহসান বক্তার, ড. মো. হাবিবুল্লাহ ও অসিত কুমার সাহা।

এ বি এম ফজলুর রহমান, পাবনা