অভিজিৎ হত্যার বিচার নিয়ে হতাশ অজয় রায়
বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের পর এক বছর পেরিয়ে গেলেও খুনিরা এখনো রয়ে গেছে অধরা। তাই ছেলে হত্যার বিচার আদৌ পাবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অভিজিৎ রায়ের বাবা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অজয় রায়।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এক বছর ধরে ছেলের হত্যাকাণ্ডের বিচার চেয়ে অজয় রায় এখন ক্লান্ত। ছেলের হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি কতটুকু হয়েছে, গত এক বছরে বারবার সেটা জানার চেষ্টা করলেও কোনো আশার আলো দেখতে পাননি তিনি।
গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাতের বেলায় বইমেলাফেরত মানুষের ভিড়ে অভিজিৎ রায়কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় খুনিদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন অভিজিতের সঙ্গে থাকা তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। ওই হামলায় হাতের একটি আঙুল হারান তিনি। বর্তমানে বন্যা যুক্তরাষ্ট্রে রয়েছেন।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক অজয় রায় জানিয়েছেন, একজন ক্ষতিগ্রস্ত পিতা হিসেবে বিচার নিয়ে তাঁর আশার জায়গা ক্রমে সংকুচিত হয়ে আসছে।
অজয় রায় বলেন, ‘সত্যিই কি আমি অভিজিৎ হত্যার বিচার পাবো? আমাদের দেশে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠছে, এটা বিপজ্জনক।’ তিনি যোগ করেন, ‘তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।’
অভিজিতের বাবা আরো বলেন, ‘তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ার পেছনে দুটো কারণ থাকতে পারে। হয়তো তদন্তের বিষয়ে তদন্তকারীদের অনীহা রয়েছে, নতুবা তদন্তকাজে তারা অদক্ষ।’
পুলিশ বিভিন্ন সময় জানিয়েছে, আনসারুল্লাহ বাংলা টিম নামের গোপন একটি উগ্রপন্থী সংগঠন লেখক, প্রকাশক ও ব্লগার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।