মাদারীপুরে আ.লীগের মনোনয়ন পেলেন যাঁরা
আগামী ৩১ মার্চ মাদারীপুরে দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার সদর উপজেলার ১৫টি ইউনিয়নে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে এরই মধ্যে আওয়ামী লীগ তাদের পছন্দের প্রার্থীদের মনোনয়ন দিয়েছে।
মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে মাদারীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে নয়জন বর্তমান চেয়ারম্যান, তিনজন সাবেক চেয়ারম্যান ও তিনজন নবাগত প্রার্থী মনোনয়ন পেয়েছেন।
যাঁরা মনোনয়ন পেয়েছেন তাঁরা হলেন—খোয়াজপুর ইউনিয়নে মোহাম্মদ আলী মিয়া (বর্তমান চেয়ারম্যান), ঝাউদি ইউনিয়নে সিরাজুল ইসলাম আবুল (বর্তমান চেয়ারম্যান), ঘটমাঝি ইউনিয়নে বাবুল আক্তার (বর্তমান চেয়ারম্যান), মুস্তফাপুর ইউনিয়নে আবদুল কুদ্দুস মল্লিক (বর্তমান চেয়ারম্যান), কেন্দুয়া ইউনিয়নে শাহ মো. রায়হান কবির (বর্তমান চেয়ারম্যান), দুধখালী ইউনিয়নে মিজানুর রহমান খান (বর্তমান চেয়ারম্যান), শিরখাড়া ইউনিয়নে মো. মজিবর রহমান হাওলাদার (বর্তমান চেয়ারম্যান), পেয়ারপুর ইউনিয়নে মজিবর রহমান খান (বর্তমান চেয়ারম্যান), ছিলারচর ইউনিয়নে মো. তৌফিক হোসেন (বর্তমান চেয়ারম্যান, পাঁচখোলা ইউনিয়নে আবদুর রশিদ গৌড়া (সাবেক চেয়ারম্যান), বাহাদুরপুর ইউনিয়নে সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম (সাবেক চেয়ারম্যান), কালিকাপুর ইউনিয়নে এজাজুর রহমান আকন (সাবেক চেয়ারম্যান), কুনিয়া ইউনিয়নে সানোয়ার হোসেন মুন্সী, ধুরাইল ইউনিয়নে মো. মাহবুব হাওলাদার ও রাস্তি ইউনিয়নে মো. রাজু হাওলাদার।
তবে গতকাল রোববার পর্যন্ত বিএনপি তাদের দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করেনি।
উল্লেখ্য, পৌরসভা নির্বাচনের মতো ইউপি নির্বাচনেও রাজনৈতিক দলগুলো দলীয়ভাবে তাদের প্রার্থী মনোনয়ন দিচ্ছে।