‘মায়ের সঙ্গে অভিমান করে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা’
রাজধানীর ধানমণ্ডি লেক থেকে এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুদীপ্ত দত্ত অর্জুন (১৭)।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে লেক থেকে লাশটি উদ্ধার করে ধানমণ্ডি থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্রিকেট খেলা দেখা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে। অর্জুন বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিল।
নিহত অর্জুনের বাবা অসীম কুমার দত্ত সূর্যের হাসি ক্লিনিকের কর্মকর্তা ও মা ছন্দা দত্ত গৃহবধূ। বাবা বলেন, গত রোববার বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ দেখছিল অর্জুন। এ নিয়ে তার মা তাকে বকাঝকা করে। এর পর থেকে সে নিখোঁজ হয়।
অসীম কুমারের দুই ছেলেমেয়ে। মেয়ে একজন চিকিৎসক। রাজধানীর পূর্ব রায়েরবাজারে ১৬৯/১ নম্বর নিজ বাড়ির পঞ্চমতলায় তাঁরা থাকেন।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, ‘প্রাথমিক আমরা ধারণা করছি, মায়ের সঙ্গে অভিমান করে অর্জুন আত্মহত্যা করেছে।’

মেডিকেল সংবাদদাতা