শ্রীনগরে অন্তঃসত্ত্বার মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরের পশ্চিম হরপাড়া এলাকায় পলি বিশ্বাস (২৩) নামের এক অন্তঃসত্ত্বার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যায় স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পলির আত্মীয়স্বজন অভিযোগ করেছেন, পলির স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে তাঁকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।
নিহত পলির বোনের স্বামী সুমন শীল বলেন, “গতকাল সোমবার সকাল ৯টার দিকে পলির স্বামী শিপলু শিল ফোন করে বলেন, ‘আপনার বোনকে সামলান, না হলে ওরে মাইরা ফালামু।’ পরে সন্ধ্যায় মরদেহ নিয়ে যেতে এক প্রতিবেশী ফোন দেন।”
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান জানান, এ ঘটনায় শিপলু শীলকে আটক করা হয়েছে। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা হওয়ার প্রক্রিয়া চলছে।