মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনার জেরে ১৩ কি.মি. যানজট
মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি সড়ক দুর্ঘটনার জের ধরে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
আজ বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর ওপর দুটি সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ তিনজন আহত হন।
দুর্ঘটনার পর থেকে সেতুর ওপর দুটি ট্রাক আটকে থাকায় সেতুর দুপাশেই যানবাহন জমতে থাকে। সামনের দিকে এগোতে না পারায় অনেক যাত্রীই গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, আজ সকাল ৬টার দিকে মেঘনা-গোমতী সেতুর ওপর দুটি সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে রাস্তায় গাড়ি চলাচল না করতে পেরে এই যানজটের সৃষ্টি হয়েছে। রেকার এসে ট্রাক দুটি সরিয়ে ফেললেই এই পথে যান চলাচল আবার স্বাভাবিক হবে। এবং দ্রুত যানজট কমে আসবে বলে জানান উপপরিদর্শক।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ সদস্য।