ঝোপের মধ্যে শিশুর গলাকাটা লাশ
নিখোঁজের চারদিন পর মুন্সীগঞ্জে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের গুহেরবাড়ি মাদ্রাসা বোর্ডের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশুটির নাম সায়মন (৪)। সে কুমারভোগ পদ্মা সেতু পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা আতাউর রহমানের ছেলে।
সায়মনের চাচা মো. খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে হঠাৎ করেই সায়মনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেদিনই তার নিখোঁজ হওয়ার বিষয় জানিয়ে লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
খলিল আরো জানান, আজ দুপুর ১২টার দিকে গুহেরবাড়ি মাদ্রাসা বোর্ডের পাশের একটি ঝোপের মধ্যে একটি শিশুর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে সেখানে গিয়ে সায়মনের লাশ শনাক্ত করা হয়। লাশটির গলাকাটা ছিল। পেট ও বুকের মাংস ছিল না। তবে মাথা আর কোমর থেকে পা পর্যন্ত অংশ অক্ষত ছিল বলে জানান খলিল।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানান, শিশুটির বয়স চার-পাঁচ বছর হবে। লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। শিশুটিকে হত্যা করা হয়েছে না শিয়ালে খেয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই বলা যাবে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ