দুই যুবকের পকেট থেকে ১০০ ইয়াবা উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/03/photo-1456988980.jpg)
বান্দরবান পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পশ্চিম কাশেমপাড়া থেকে তাঁদের আটক করেন জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
আটক দুই ব্যক্তি হলেন টেকনাফের কাঠাখালী এলাকার মো. মোস্তফা কামাল ও চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা মিন্টু দাস।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত সোয়া ১টার দিকে পশ্চিম কাশেমপাড়া এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মনজুরুল আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখানে মোস্তফা কামাল (২২) ও মিন্টু দাস (৩০) নামের দুই ব্যক্তি বাসা ভাড়া নিয়ে ইয়াবার ব্যবসা করছেন বলে খবর ছিল গোয়েন্দা পুলিশের কাছে।
এদিকে, এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মোস্তফা ও মিন্টুকে আটক করা হয়। এ সময় মোস্তফা কামালের পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে ৭০টি ও মিন্টু দাসের পরিহিত প্যান্টের পকেট থেকে ৩০টি ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটক দুই ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁদের কারণে স্থানীয় যুবসমাজ মাদকের খপ্পরে পড়ে বিপথগামী হয়ে উঠছে।