শিবচরে বিনাভোট চেয়ারম্যান হলেন আ. লীগের ১২ জন
মাদারীপুরের শিবচর উপজেলায় প্রথম ধাপে মোট ১৬টি ইউনিয়নে ভোট হবে। এর মধ্যে ১২টিতেই ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনাভোটে নির্বাচিত হতে চলেছেন।
শিবচরের উপজেলা নির্বাচন কর্মকর্তা আজমল হোসেন আজ বৃহস্পতিবার এনটিভি অনলাইনকে বলেন, মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের পর ওই সব ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
এ ছাড়া উপজেলার তিনটি ইউনিয়নের দুটি সাধারণ ওয়ার্ড ও একটি সংরক্ষিত নারী ওয়ার্ডে একক প্রার্থী রয়েছেন বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।
আওয়ামী লীগের যেসব প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন তাঁরা হলেন কাদিরপুর ইউনিয়নে বি এম জাহাঙ্গীর হোসেন, কুতুবপুর ইউনিয়নে আতিকুর রহমান, কাঁঠালবাড়ী ইউনিয়নের মোহসিন উদ্দিন, দত্তপাড়া ইউনিয়নে মুরাদ মিয়া, পাঁচ্চর ইউনিয়নের দেলোয়ার হোসেন হাওলাদার, মাদবরচর ইউনিয়নে চৌধুরী সুলতান মাহমুদ, বহেরাতলা উত্তর ইউনিয়নে মো. জাকির হোসেন হায়দার, বহেরাতলা দক্ষিণ ইউনিয়নে অলি উল্যাহ, শিরুয়াইল ইউনিয়নে আতিকুর রহমান মুরাদ হাওলাদার, নিলখী ইউনিয়নে মো. ওয়াসিম, বন্দরখোলা ইউনিয়নে নিজাম উদ্দিন বেপারী এবং ভান্ডারী কান্দি ইউনিয়নে শওকত হোসেন নান্নু।
এ ছাড়া একক প্রার্থী হিসেবে মাদবরচরের ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে রানু আক্তার, চরজানাজাত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নাসির সরকার, শিবচর ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মো. আকবর হাওলাদার বিজয়ের পথে রয়েছেন।
তবে এ ব্যাপারে শিবচর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হুদা (মিঠু চৌধুরী) এনটিভি অনলাইনকে বলেন, এখানে দুটি পক্ষের বিবাদের কারণে এ ঘটনা ঘটেছে। শিগগির সংবাদ সম্মেলন করে বিষয়টি বিস্তারিত জানানো হবে।
এদিকে একাধিক প্রার্থী থাকায় বাঁশকান্দি, দ্বিতীয়খণ্ড, চরজানাজাত ও শিবচর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এক বিএনপি মনোনীত প্রার্থীসহ পাঁচজন চেয়ারম্যান পদপ্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।