আড়াই মাসেও খোঁজ মেলেনি আশুলিয়ার তিন শিশুর
নিখোঁজ হওয়ার আড়াই মাস পরেও কোনো হদিস মেলেনি রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায় তিন শিশুর। গত ২০ ফেব্রুয়ারি আশুলিয়ার জিরাবো ও ধনিয়া এলাকা থেকে নিাখোঁজ হয় তারা।
নিখোঁজ তিন শিশু হচ্ছে আশুলিয়ার ধনিয়া এলাকার শেখ সুমনের ছেলে শাওন (৪), জিরাবো এলাকার চান মিয়ার ছেলে আনোয়ারুল (৭) ও আইয়ুব আলীর ছেলে ইমন (৬)।
ইমনের বাবা আইয়ুব আলী জানান, গত ২০ ডিসেম্বর বিকেলে জিরাবো মডেল একাডেমির প্রথম শ্রেণির ছাত্র আনোয়ারুল ও ইমন একই সঙ্গে বাড়ির পাশে খেলতে যায়। এর পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করা হলেও আড়াই মাসেও পুলিশ দুই শিশুকে উদ্ধার করতে পারেনি।
অন্যদিকে গত ২০ ডিসেম্বর বিকেলে আশুলিয়ার ধনিয়া এলাকার শেখ সুমনের ছেলে শাওন বাড়ির পাশের একটি বালুর মাঠে খেলা করতে যায়। সেখান থেকে শিশুটিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন শিশুটির স্বজনরা।
নিখোঁজ শাওনের ফুফু রোজিনা আক্তার জানান, এ ঘটনায় জড়িত সন্দেহ ধনিয়া এলাকার মাসুম নামের এক গার্মেন্ট শ্রমিকের নামে আশুলিয়া থানায় মামলা করা হয়। পরে পুলিশ ওই গার্মেন্ট শ্রমিককে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। মাসুমের নামে অভিযোগ দেওয়ার পর শিশুটির মা-বাবাকে হত্যার হুমকি দিচ্ছে ওই গার্মেন্ট শ্রমিক। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
অপহরণের আড়াই মাসেও উদ্ধার করতে না পারায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন শিশুটির পরিবার। এ ঘটনায় সন্দেহভাজন ওই গার্মেন্ট শ্রমিক মাসুমকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে শিশুটির সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করছেন শাওনের পরিবারের সদস্যরা।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, অপহৃত তিন শিশুকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তবে শিশু তিনজন হারিয়ে গেছে নাকি অপহরণের শিকার হয়েছে, বিষয়টি এখনো পরিষ্কার নয়।

জাহিদুর রহমান