টাইগারদের শুভকামনা জানাল যুক্তরাষ্ট্র
এশিয়া কাপ টি-২০-তে ভারতের বিপক্ষে ফাইনালের প্রাক্কালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে শুভকামনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এক ভিডিওবার্তায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশ দলের সাফল্য কামনা করেন।
আজ বুধবার বিকেল ৫টায় ইউটিউবের মার্কিন দূতাবাসের অ্যাকাউন্টে ‘গুড লাক টাইগার্স’ শীর্ষক একটি ভিডিও আপলোড করা হয়। এতে সেখানকার কর্মকর্তারা ফাইনালে বাংলাদেশের জয় কামনা করেন।
ভিডিওর শুরুতেই দেখা যায়, দূতাবাসের কর্মকর্তারা বড় কাগজে বাংলায় ও ইংরেজিতে লিখেছে ‘চলো বাংলাদেশ’ এবং ‘গো টাইগার্স’।
রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ‘আমরা সবাই টাইগারদের সঙ্গে আছি। তোমাদের জন্য শুভকামনা রইল। গো টাইগার্স।’
বার্নিকাটের পর দূতাবাসের বিভিন্ন কর্মকর্তারা টাইগারদের শুভকামনা করেন ও শুভেচ্ছা জানান।
মার্কিন দূতাবাসের ভিডিওটি দেখুন

অনলাইন ডেস্ক