মীর কাসেমের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ যথেষ্ট নয়, দাবি স্ত্রীর

জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে আদালতে যে সাক্ষ্য-প্রমাণ আনা হয়েছে, তা কোনোভাবেই অপরাধ প্রমাণে যথেষ্ট নয় বলে দাবি করেছেন তাঁর স্ত্রী খন্দকার আয়েশা খানম।
আজ মঙ্গলবার আপিল বিভাগে জামায়াত নেতার ফাঁসি বহাল থাকার পর আয়েশ খানম এক বিবৃতিতে এ দাবি করেন।
বিবৃতিতে বলা হয়েছে, মামলার যুক্তিতর্ক চলার সময়ে প্রধান বিচারপতির বিভিন্ন মন্তব্য থেকে প্রতীয়মান হয়, মীর কাসেমকে এ মামলায় মৃত্যুদণ্ড বহাল রাখার মতো কোনো আইনগত ভিত্তি নেই।
মীর কাসেমের স্ত্রী আরো বলেন, ‘আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আমরা রিভিউ আবেদন করব।’
সকাল পৌনে ১০টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন—বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান।
মুক্তিযুদ্ধের সময় কিশোর জসিমসহ ছয়জনকে হত্যার দায়ে মীর কাসেমকে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসি বহাল রাখা হয়। এ ছাড়া জামায়াত নেতাকে রঞ্জিত দাস, টুন্টু সেন হত্যার দায় থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে।