ভৈরবে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।
নদীতে অবৈধ কারেন্ট জাল ব্যবহারে সংশ্লিষ্ট মৎস্যজীবীদের বিরত ও নিরুৎসাহিত করতে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন ভৈরব উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রিপন চন্দ্র পাল।
ভৈরব উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, আজ বিকেল ৪টার দিকে নৌ পুলিশের সহায়তায় ভৈরবের উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদের নেতৃত্বে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালান। এ সময় নদীতে পেতে রাখা ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
তবে অভিযানের বিষয় টের পেয়ে কারেন্ট জাল পেতে রাখা জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেননি ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা জালগুলো পরে নদীর পাড়ে পুড়িয়ে ফেলা হয়।

মোস্তাফিজ আমিন, ভৈরব