পদ্মবিলা ও কুতুবপুরে দুজনের প্রার্থিতা প্রত্যাহার
দ্বিতীয় দফা নির্বাচনে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ বুধবার রিটার্নিং কর্মকর্তার দপ্তরে প্রার্থীরা লিখিতভাবে প্রত্যাহারের আবেদন করেন।
এঁরা হলেন পদ্মবিলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ধুতুরহাট গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে নজির আহম্মেদ। এ ওয়ার্ডে বর্তমানে কামাল উদ্দিন, আব্দুল জলিল ও মাসুদ রেজা নামে তিনজন সদস্য পদে প্রার্থী রয়েছেন।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী বোয়ালিয়া গ্রামের গোলাম মণ্ডলের ছেলে আলী হোসেন। এ ওয়ার্ডে সামছুল আলম, জামাত আলী, হায়দার আলী ও কবির মিয়া নামে চারজন সদস্য পদে প্রার্থী রয়েছেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল সামী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে ৮ মার্চ মোমিনপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা আব্দুল্লাহ আল-মামুন ও কুতুবপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী বদর উদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
সদর উপজেলার আলুকদিয়া, মোমিনপুর, পদ্মবিলা ও কুতুবপুর ইউপি নির্বাচনে ১৩ মার্চ রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পরদিন ১৪ মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ৩১ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা