পানছড়িতে দুই সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় প্রতিবাদ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/10/photo-1457570848.jpg)
মঙ্গলবার রাতে পানছড়িতে সরকারি দুই কর্মকর্তার ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারী প্রতিবাদ র্যালি ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে প্রতিবাদ র্যালিটি বের হয়ে সদর বাজারের মুক্তিযোদ্ধা স্কয়ার ঘুরে জিরো পয়েন্টে বঙ্গবন্ধু স্কয়ারে এসে শেষ হয়। এরপর প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের প্রায় সব বিভাগের কর্মকর্তা-কর্মচারী, নির্বাচিত জনপ্রতিনিধিসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তবে হামলার ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মিয়া ও হিসাবরক্ষণ কর্মকর্তা দেবাশীষ খীসা বাজার থেকে বাসায় ফেরার পথে পানছড়ি সদর কবরস্থানসংলগ্ন মূল সড়কে কতিপয় দুর্বৃত্তের হামলার শিকার হন।