খুলনায় নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক ৩০
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/19/photo-1426754548.jpg)
খুলনার আটটি থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অভিযানে এদের আটক করা হয়। বিভিন্ন মামলার পলাতক আসামি ও নাশকতার আশঙ্কায় এদের আটক করা হয়েছে বলে কেএমপি জানিয়েছে।
কেএমপির মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান জানান, আটটি থানা এলাকায় নাশকতাবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় বিএনপির তিন নেতা রয়েছেন। তাঁরা হলেন নাসির শেখ, আরমান ও মনির হোসেন। বাকিদের মধ্যে কয়েকজন বিভিন্ন মামলার পলাতক আসামি এবং অন্যরা নাশকতা কর্মকাণ্ডে সন্দেহভাজন। যাচাই-বাছাইয়ের পর তাঁদের আজই মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হবে।
এদিকে, চলমান হরতাল-অবরোধের সমর্থনে এবং বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত ও জীবিত অবস্থায় ফেরত দেওয়ার দাবিতে গতকাল বিকেলে নগরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল করেছে ২০-দলীয় জোট। সোনাডাঙ্গায় বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদের নেতৃত্বে মিছিল বের হয় এবং পরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে। নগরীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। যানবাহন চলাচল করলেও তা স্বাভাবিকের চেয়ে অনেক কম।