শিমুলিয়া ফেরিঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ল ৪ দোকান
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট এলাকায় অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শিমুলিয়া ১ নম্বর ফেরিঘাট এলাকায় তেলের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পৌনে ৩টার দিকে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
মাওয়া নৌফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও পুলিশ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসআই আরো জানান, প্রাথমিকভাবে জানা যায়, ১ নম্বর ফেরিঘাট ও লঞ্চ ঘাটের মাঝামাঝি এলাকায় একটি তেলের দোকান থেকে আগুন ধরে। পরবর্তী সময়ে অপর একটি ডিজেল-পেট্রলের দোকানে আগুন লেগে দুটি টং দোকানে আগুন লাগে।